Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রদ্রিগোর গোলে ব্রাজিলের স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৯ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৮

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। পয়েন্ট তালিকার ৬ নম্বরে থাকা ব্রাজিলের সামনে আজ ছিল ইকুয়েডর চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা বেশ কষ্টেই পার করল সেলেসাওরা। ঘরের মাঠে রদ্রিগোর একমাত্র গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ব্রাজিল।

বাছাইপর্বের টানা চার ম্যাচে জয়ের দেখা পায়নি ব্রাজিল। বিশ্বকাপের আশা ধরে রাখতে হলে আজ জয়ের বিকল্প ছিল না ব্রাজিলের সামনে। কুতো পেরেইরা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ইকুয়েডরের রক্ষণভাগের পরীক্ষা নিয়েছেন ব্রাজিল ফরোয়ার্ডরা। নিজেদের মাঝে দারুণ সব পাসে বল বক্সের কাছে নিয়ে গেলেও গোলটাই শুধু আসছিল না।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ম্যাচের ৩০ মিনিটে ডেডলক ভাঙে ব্রাজিল। বক্সের বাইরে লুকাস পাকেতার পাসে বল পান রদ্রিগো। বল পেয়ে সেখান থেকেই ডান পায়ের দারুণ এক শটে বল জালে জড়ান রদ্রিগো। এক গোলে এগিয়ে থেকেই হাফ টাইমের বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পর সেভাবে আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোন দলই। শেষ পর্যন্ত রদ্রিগোর ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

সারাবাংলা/এফএম

বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর