সাপের কামড়ে প্রাণগেল ২ স্কুল শিক্ষার্থীর
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৯ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৮
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ও সালন্দর ইউনিয়নে বিষধর সাপের কামড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতের পর ঘটনা দুটি ঘটেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুই শিক্ষার্থীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
মৃত দুজন হলো— ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে জান্নাত (১২) ও ইয়াকুব কালুক্ষেত্র গ্রামের সোনাপ তির্কীর ছেলে আদিত্য তির্কী (৭)। জান্নাত সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত। আদিত্য পড়ত কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে জান্নাত বাড়িতে ঘুমিয়ে ছিল। দিবাগত রাত ১২টার পর কোনো একসময় তাকে সাপ কামড়ে দেয়। জান্নাত প্রথমে শরীরে ব্যথা অনুভব করে। পরে ধীরে ধীরে তার শরীর অসাড় হয়ে আসতে থাকে। পরিবারের সদস্যরা হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই মৃত্যু হয় জান্নাতের।
একই রাতে আদিত্যও ঘরে ঘুমিয়ে ছিল। দিবাগত রাত ২টার দিকে তাকে সাপ কামড়ে দেয়। তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় আদিত্যর।
ঠাকুরগাঁওয় সদরের ইউএনও মো. বেলায়েত হোসেন বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয়। সবাইকে সচেতন থাকতে হবে।
সারাবাংলা/টিআর