Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবির নতুন ছাত্র উপদেষ্টা ড. আমিরুল, জনসংযোগ প্রশাসক ড. আখতার

রাবি করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা পদে ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক এবং জনসংযোগ দফতরের প্রশাসক পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার নিয়োগ পেয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সাদ আহমেদের সই করা পৃথক দুটি অফিস আদেশে তাদের দুজনের নিয়োগের তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ড. আমিরুল ও ড. আখতার নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশের পর শুক্রবার দুপুরেই কাজে যোগ দিয়েছেন নবনিযুক্ত জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার ও ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক‌।

মো. আখতার হোসেন মজুমদার ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০০৬ সালে সহকারী অধ্যাপক, ২০১৫ সালে সহযোগী অধ্যাপক ও ২০২২ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান তিনি। গ্রামীণ উন্নয়ন, মানবিক আচরণ, কাউন্সেলিং ও গবেষণায় তার প্রধান আগ্রহের বিষয় সামাজিক কাজের পেশাদারীকরণ।

আমিরুল ইসলাম কনক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে স্নাতক ও ২০০৩ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে রাবি থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ২০১৩ সালে রাবির ফোকলোর বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করা এই শিক্ষক মুক্তিযু‌দ্ধের চেতনা ও মূল‌্যবো‌ধে বিশ্বাসী প্রগ‌তিশীল শিক্ষক সমা‌জে‌র সদস‌্য।

সারাবাংলা/টিআর

ছাত্র উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি রাবি ছাত্র উপদেষ্টা রাবি জনসংযোগ প্রশাসক