নাটোরে যুবলীগ সভাপতির বাড়িতে মিলল আগ্নেয়াস্ত্র-গুলি
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১০
নাটোর: নাটোরে যুবলীগ সভাপতির বাড়ি থেকে যৌথ বাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে শহরের কানাইখালী মহল্লায় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান এহিয়া চৌধুরীর বাসা থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এহিয়া চৌধুরী কানাইখালী মহল্লার মৃত সোয়দার চৌধুরী ওরফে আঁখি চৌধুরীর ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে যৌথ বাহিনীর অভিযানের অংশ হিসেবে ভোর ৪টার দিকে কানাইখালী মহল্লায় এহিয়া চৌধুরীর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে এহিয়া চৌধুরীর শয়নকক্ষে একটি অবৈধ ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে।
ওসি বলেন, অস্ত্র উদ্ধারের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে নাটোর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সারাবাংলা/টিআর
অস্ত্র ও গুলি উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নাটোর যুবলীগ নেতা