বন্যা মোকাবিলায় বিকাশে সহায়তা পাচ্ছেন ২ লাখের বেশি কৃষক
৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৯
ঢাকা: দেশের পূব-উত্তরপূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় কৃষি ও কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্বাসনের আওতায় দুই লাখ ৩০ হাজার কৃষককে নগদ সহায়তা হিসেবে এক হাজার টাকা করে দিচ্ছে কৃষি মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিকাশের মাধ্যমে বিতরণ করা এ সহয়তা দেওয়া হচ্ছে সার ও বীজ কেনা কিংবা শীতকালীন সবজি চাষের জন্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উজান থেকে নেমে আসা ঢল ও টানা ভারী বর্ষণে গত ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের ২৩ জেলা। জেলাগুলো হলো— নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নাটোর, খুলনা, নড়াইল, বাগেরহাট ও যশোর। সারা দেশে বন্যার পানি কৃষি জমিগুলোকে তলিয়ে দিয়েছে, যা কৃষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
কৃষি মন্ত্রণালয় বলছে, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৪ লাখ ১৪ হাজার ৮৯ জন। মোট ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ দুই লাখ ৮ হাজার ৫৭৩ হেক্টর এবং আক্রান্ত ফসলি জমির পরিমাণ ৩৭ লাখ দুই হাজার ৭৩৩ হেক্টর। এর মধ্যে আউশ ৩৮ হাজার ৬৮৯ হেক্টর, রোপা আমন এক লাখ ৪১ হাজার ৬০৯ হেক্টর, বোনা আমন ৭৬৪ হেক্টর, রোপা আমন বীজতলা ১৪ হাজার ৯০৮ হেক্টর ও শাকসবজি ১১ হাজার ২৯০ হেক্টরসহ অন্যান্য ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি মন্ত্রণালয় বন্যা পরিস্থিতি মোকাবিলায় ফসলের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছে। এর আওতায় ৯ জেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৮০ হাজার কৃষককে বিনামূল্যে রোপা আমনের উফশী (উচ্চ ফলনশীল) জাতের বীজ, সার সহায়তা ও খরচ বাবদ ১৩ কোটি ৬৬ লাখ টাকা দেওয়া হবে। জন প্রতি কৃষক পাবে এক হাজার ৭০৭ টাকা। চারা বা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং বীজ বপন ও অন্যান্য বাবদ এক হাজার টাকা সহায়তা বিকাশ অ্যাপের মাধ্যমে দেওয়া হবে।
এ ছাড়াও বসতবাড়িতে আগাম শীতকালীন সবজি চাষের জন্য ২২ জেলায় এক লাখ ৫০ হাজার কৃষককে ৫ শতাংশ জমিতে চাষের জন্য জন প্রতি এক হাজার ৫২৩ টাকা দেওয়া হবে। এতে মোট ব্যয় হবে ২২ কোটি ৮৪ লাখ টাকা। বিভিন্ন জাতের ৫২০ টাকার সবজি বীজ ও অন্যান্য বাবদ এক হাজার টাকার সহায়তা বিকাশ অ্যাপের মাধ্যমে দেওয়া হবে।
সারাবাংলা/ইএইচটি/টিআর