Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবম বেতন কমিশন গঠনসহ ৫ দাবি সরকারি কর্মচারীদের

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৫

ঢাকা: দশটি ধাপে বেতন নির্ধারণ, নবম বেতন কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ সরকারি কর্মচারীদের ১০টি ধাপে বেতন নির্ধারণসহ নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের সঙ্গে সারা দেশের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড স্কেল, শতভাগ পেনশন ভাতা পুনর্বহালসহ পাঁচ দফা দাবি পূরণ করতে সরকারের প্রতি দাবি জানান।

এ সময় অন্য বক্তারা বৈষম্যবিরোধী গণকর্মচারীদের দাবির আলোকে পদ পদবি, আর্থিক বৈষম্য নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ সারোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত মহাসচিব মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, শ্রমিক নেতা সামসুর রহমান শিমুল বিশ্বাস, ডব্লিউএফটিইউ-এর প্রেসিডিয়াম সদস্য কমরেড মেজবাহ উদ্দীন আহমেদ, বাংলাদেশ ইউনিটি অব লেবার স্ট্যাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদসহ অনেকে।

সারাবাংলা/কেআইএফ/এমও

টপ নিউজ নবম বেতন কমিশন গঠন

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর