Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৮

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা উপসচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১৫ (১) ধারা অনুসারে বিএসএমএমইউর মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদকে নিম্নবর্ণিত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) এর শূন্য পদে নিয়োগ করা হলো।

শর্তগুলো হলো—

১. প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ ০৪ (চার) বছর হবে।

২. প্রো-ভিসি (প্রশাসন) পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

৩. তিনি বিধি অনুযায়ী প্রো-ভিসি (প্রশাসন) পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

৪. প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে বিএসএমএমইউ আইন, ১৯৯৮ এর ১৫ (২) ধারা অনুযায়ী তাঁর দায়িত্বাবলী পালন করবেন।

৬. রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

সারাবাংলা/এসবি/এনইউ

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রো ভিসি বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর