মেসিকে ছাড়াই চিলিকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৮
কোপা আমেরিকার শিরোপা জেতার পর প্রথমবার মাঠে ফিরেছে আর্জেন্টিনা দল। অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নেমেছিল স্কালোনির দল। তবে মেসির অভাবটা বুঝতে দেননি কেউই। চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েই দারুণ এক জয় পেল আর্জেন্টিনা। এই জয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল তারা।
মাস মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চিলিকে চেপে ধরেছিল আর্জেন্টিনার ফরোয়ার্ডরা। ঘরের মাঠে একের পর এক আক্রমণে নাজেহাল করলেও কাঙ্ক্ষিত গোলের দেখাটাই পাচ্ছিলেন না তারা। প্রথমার্ধ তাই শেষ হয় গোলশূন্যভাবেই।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙ্গেন ম্যাক অ্যালিস্টার। হুলিয়ান আলভারেজের পাসে গোল করে দলকে এগিয়ে দেন অ্যালিস্টার। ৮৪ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোল আসে হুলিয়ান আলভারেজের পা থেকে। লো সেলসোর বাড়ানো বলে গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন আলভারেজ।
৯১ মিনিটে আর্জেন্টিনার লিড আরও বাড়ান মেসির পরিবর্তে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা পাওলো দিবালা। গার্নাচোর অ্যাসিস্টে বল জড়িয়ে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি।
শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বাছাইপর্বের শীর্ষেই থাকল আর্জেন্টিনা। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে।
সারাবাংলা/এফএম