Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইউপি সদস্যের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৮

খুলনা: খুলনার তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষে মো. ফারুক মীর (৪০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের কোলা বাজারে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত ফারুক ওই গ্রামের মো. গাউস মীরের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক ছিলেন।

আহতরা হলেন— জসিম মীর (৪০), নুরু মোল্লা (৪০), গাউছ মীর (৭০) ও ইলিয়াছ (৫০)। এদের মধ্যে নুরু মোল্লার অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোলা বাজারে পূর্বশত্রুতার জের ধরে মধুপুর গ্রামের মীর-সিকদার বংশের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত ফারুক মীর মারা যান।

গাজীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ওই সংঘর্ষ ও তাতে ইউপি সদস্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

সারাবাংলা/টিআর

ইউপি সদস্য নিহত খুলনা দুপক্ষের সংঘর্ষ সংঘর্ষ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর