২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৫৮, মৃত্যু ৩ জনের
৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩২
ঢাকা: দেশে বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ৩৫৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন জন মারা গেছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫৮ জনের মাঝে পুরুষ ৫৮ দশমিক ৭ শতাংশ ও নারী ৪১ দশমিক ৩ শতাংশ। এর মাঝে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১১৩ জন ডেঙ্গু আক্রান্ত আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ৭২ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।
বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে সাত জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে চার জন, রংপুর বিভাগে একজন, বরিশাল বিভাগে ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় একজন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, চলতি বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯৪৩ জন। এর মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৮ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৮৮ জন। এর মাঝে ৬৪ দশমিক ৬ শতাংশ নারী ও ৪৬ দশমিক ৬ শতাংশ পুরুষ।
বিগত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩২৫ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ১৩ হাজার ১৮৬ জন ছাড়পত্র পেয়েছেন।
সারাবাংলা/এসবি/পিটিএম