Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা একাডেমির নতুন ডিজি ড. আজম

ঢাবি করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৬

ঢাকা: বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদে লেখক ও অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপক।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব মুহাম্মদ ইব্রাহীম প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন, ২০১৩-এর ধারা ২৬ (২) ও ধারা ২৬ (৩) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

মোহাম্মদ আজমের জন্ম নোয়াখালীর হাতিয়ায়, ১৯৭৫ সালের ২৩ আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর বাংলা ভাষার উপনিবেশায়ন ও বিউপনিবেশায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

মোহাম্মদ আজমের লেখা বইয়ের মধ্যে রয়েছে— ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’, ‘নির্বাচিত কবিতা: সৈয়দ আলী আহসান’ (সম্পাদিত), ‘কবি ও কবিতার সন্ধানে’।

সারাবাংলা/আরআইআর/টিআর

অধ্যাপক ড. মোহাম্মদ আজম টপ নিউজ বাংলা একাডেমি বাংলা একাডেমির ডিজি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর