Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিবর্ষণ, শিক্ষার্থীসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৭

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যের একটি উচ্চ বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুই শিক্ষার্থীসহ অন্তত চারজন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরো ৯ জন।

স্থানীয় সময় বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্র এ বন্দুক হামলা চালায়। তাকে আইনি হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন- রিচার্ড অ্যাসপিনওয়াল, ক্রিস্টিনা ইরিমি, ম্যাসন শেরমারহর্ন এবং ক্রিশ্চিয়ান অ্যাঙ্গুলো।

জর্জিয়া ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে এবং একজন প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করে বিচার করা হবে। নিহতদের মধ্যে দুই শিক্ষকও রয়েছেন।

সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, সবশেষ আপালাচি হাইস্কুলের হামলাসহ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ৪৫টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

সারাবাংলা/ইআ

যুক্তরাষ্ট্র স্কুলে গুলি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর