Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের ভাবমূর্তি পূনরুদ্ধারে সময় লাগবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:২২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২০

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের যে ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে তা পূনরুদ্ধারে সময় দিতে হবে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ইমেইজ আস্তে-আস্তে কিন্তু উন্নত হচ্ছে। আমার কাছে এমন কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এটা আস্তে আস্তে হবে। আমি তো একদিনে এতো কিছু করতে পারব না, সময় দিতে হবে। আস্তে-আস্তে ব্যবস্থা নিচ্ছি।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা মোকাবিলায় ছাত্র-জনতার ওপরে গুলি বর্ষণ করে পুলিশ। ওই ঘটনায় ছাত্র-জনতা নিহত হয়। এরপর বড় ধরনের জনরোষের মুখে পড়ে পুলিশ। বিক্ষুদ্ধ জনতার হাতে অনেক পুলিশ সদস্য নিহত হন। পরিস্থিতি শান্ত হলে পুলিশ কাজে যোগ দিলেও এখনো মানুষের আস্থা ফিরে পায়নি।

সারাবাংলা/জেআর/ইআ

বাংলাদেশ পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর