Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৫

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের দায়ে দুলাল হোসেন নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত দুলাল হোসেন বাগাতিপাড়া উপজেলার মোস্তাফিজুর রহমানের ছেলে। ভিকটিম রাজশাহীর চারঘাট উপজেলার মৌলভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

নাটোর জজ কোর্টের পিপি আনিসুর রহমান জানান, ২০১১ সালের ২ জুলাই আসামি দুলাল হোসেন ভিকটিমকে পেয়ারা খাওয়ানোর নাম করে ফুঁসলিয়ে তার নিজ বাড়ি চাঁইপাড়াতে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এ সময় বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তার মা-বাবাকে ঘটনাটি খুলে বলে।

এরপরে শিশুটির মা বাবা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে পরের দিন ৩ জুলাই বাগাতিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার ১৩ বছর পর মামলার সাক্ষ্য গ্রহণ এবং শুনানি অন্তে আজ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।

সারাবাংলা/ইআ

যাবজ্জীবন শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর