রাবির ক্লাস-পরীক্ষা শুরু ৯ সেপ্টেম্বর
৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫১ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৯
রাজশাহী: আগামী রোববার (৯ সেপ্টেম্বর) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিকের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।
এ ছাড়া সভায় গৃহীত অন্য তিনটি সিদ্ধান্ত হলো- ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তারিকুল হাসান পদত্যাগ করায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে অতিরিক্ত রেজিস্ট্রার শেখ সাদ আহমেদকে রেজিস্ট্রারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করে শিগগিরই ক্লাস শুরু করা ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক পদত্যাগ করায় জ্যেষ্ঠতার ভিত্তিতে একজনের নাম প্রস্তাব করা হয়েছে।
এর আগে, সর্বজনীন পেনশনের আওতায় প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন। আবার, ৩ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। ফলে বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। উদ্ভূত পরিস্থিতিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম ও ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সারাবাংলা/পিটিএম