বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে ক্ষমা চাইলেন শান
৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২২
ঘরের মাঠে তারাই ছিলেন ফেভারিট। বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ২ ম্যাচ টেস্ট সিরিজে যে এভাবে ধবলধোলাই হবে পাকিস্তান, সেটা হয়তো কল্পনাতেও ভাবেননি পাকিস্তান সমর্থকরা! সিরিজ হারের পর তাই পাকিস্তান দলের দিয়ে ধেয়ে আসছে সমালোচনার ঝড়। অধিনায়ক শান মাসুদ দায় স্বীকার করে বলছেন, এমন হারের জন্য তিনি ও তার দল ক্ষমাপ্রার্থী।
এই সিরিজের আগে ১৩টি টেস্ট খেললেও কখনোই বাংলাদেশের কাছে হারেনি পাকিস্তান। এবার ঘরের মাঠে ২ টেস্টের দুটিতেই হারতে হয়েছে তাদের। দুই টেস্টেই চালকের আসনে থেকেও শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হতে হয়েছে পাকিস্তানকে। এতে সমর্থক তো বটেই, মিডিয়া থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও সমালোচনায় মুখর।
শান মাসুদ বলছেন, দলের এমন হারের দায় তাকেই নিতে হবে, ‘আমি আগেও বলেছিলাম হারলে, ভুল হলে সেই দায় আমার। জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের লক্ষ্য হবে আরও ভালো কীভাবে খেলা যায়। যখন ভালো খেলব না সেটা স্পষ্ট করেই বলা উচিত। এখন আমাদের ভালো কিছু করে দেখাতে হবে।’
টেস্টে ভালো পারফর্ম করতে হলে নিয়মিত এই ফরম্যাটে খেলতে চান শান, ‘টেস্ট ক্রিকেট খেলতে শারীরিক ও মানসিক ফিটনেস দরকার। ১০ মাস পর টেস্ট খেললে এমনই হবে। লম্বা বিরতি দেওয়া যাবে না।’
সারাবাংলা/এফএম