বাংলাদেশকে জয়ের কৃতিত্ব দিচ্ছেন শান মাসুদ
৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২২
ঘরের মাঠে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টেস্ট হারের স্বাদ পেতে হয়েছে তাদের, হয়েছেন হোয়াইটওয়াশও। শান মাসুদের পাকিস্তানকে এই লজ্জাই উপহার দিয়েছে বাংলাদেশ। সিরিজ হারের পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বলছেন, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এমন জয় ছিনিয়ে নেওয়ার কৃতিত্ব শুধুই বাংলাদেশের।
প্রথম টেস্টে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করা কিংবা দ্বিতীয় টেস্টে ২৬ রানের মাঝে ৬ উইকেট তুলে নেওয়া; দুই টেস্টেই পাকিস্তান বারবার ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেনি। দুই টেস্টেই ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে বাংলাদেশ। ইতিহাসে প্রথমবারের মতো তাই বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান।
শান মাসুদ বলছেন, বাংলাদেশের তাদের চেয়ে অনেক ভালো খেলেছে, ‘ম্যাচটা ২৬ রানে ৬ উইকেট থেকে এখানে চলে এসেছে! প্রথম ম্যাচে ২৪২ রানের লিড থাকতে আমরা ৫ উইকেট তুলে নিয়েছিলাম তাদের। এরপরেও বাংলাদেশ ম্যাচ জিতেছে। এখানে কৃতিত্ব অবশ্যই প্রতিপক্ষের পাওনা। আমাদের ভুল আমাদের সামনেই আছে। এগুলো মেনে নিতে হবে। তাদের দলের অন্তত ৩ জন প্লেয়ার প্রায় ৮০টি করে টেস্ট খেলেছে। আমাদের নিজেদের ভুল শুধরে নিয়ে দায়িত্বশীল হতে হবে।’
দ্বিতীয় টেস্ট লিটন-মিরাজের ওই জুটিতেই হেরেছে পাকিস্তান, মানছেন শান, ‘মেহেদি ও লিটনের জন্য আমরা স্লিপ রেখেছিলাম, পয়েন্টে ক্যাচিং পজিশনেও ফিল্ডার ছিল। আমরা রক্ষণাত্মক ক্রিকেট খেলিনি। তারা শট খেলে আউট হতে পারত। তারা দুর্দান্ত ব্যাটিং করেছে।’
সারাবাংলা/এফএম