খুলনায় শেখ সোহেলের নামে চাঁদাবাজির মামলা
৩ সেপ্টেম্বর ২০২৪ ২০:২১ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৩২
খুলনা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল ও এলজিইডি খুলনার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মুহাম্মদ আনিছুজ্জামানের বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে ৬০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস আর ট্রেডার্সের মালিক শেখ শহিদুল ইসলাম মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৩ এপ্রিল ঠিকাদার শহিদুল ইসলামকে নগরীর শেরে বাংলা রোডের শেখ বাড়িতে ডেকে নিয়ে আসামি শেখ সোহেল পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়ে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করেন। একই সঙ্গে এলজিইডি খুলনার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মুহাম্মদ আনিছুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ করার ঘটনায় শহিদুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়।
এজাহারে আরও বলা হয়, দুদকে দেওয়া ওই অভিযোগ মিটমাট করতে এক কোটি টাকা লাগবে জানিয়ে তাকে ৬০ লাখ টাকা দিতে বলা হয়। হুমকির মুখে তিনি ৬০ লাখ টাকা দিতে বাধ্য হন। পরে এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার পর লাশ চিতলমারীর বিলে ফেলে দেয়ার হুমকি দেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮৩, ৩৮৪, ৩৮৭, ৩৮৮, ৩৮৯ ও ৫০৬ ধারায় মামলা করা হয়। বিচারক অভিযোগ আমলে নিয়ে সোনাডাঙ্গা থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারির আবেদন জানানো হয়েছে।
সারাবাংলা/টিআর