Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই জয় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অর্জন: শান্ত

স্পোর্টস ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৬ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩০

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো তাদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেলেন শান্তরা। জয়ের পর বাংলাদেশ অধিনায়ক শান্ত বলছেন, এই সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে জয় এসেছিল ১০ উইকেটে। সেটিই ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ২য় টেস্ট বাংলাদেশ জিতল ৬ উইকেটে। পরপর দুই টেস্টে এমন জয়ে ইতিহাস রচনা করে সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই টেস্টেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জিতেছে দল।

বিজ্ঞাপন

শান্ত বলছেন, এমন জয় বাংলাদেশের ইতিহাসে খুব কমই এসেছে, ‘জয়ের পর অনুভূতিটা আসলে মুখে বলা মুশকিল। এই অর্জন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা মুহূর্ত বলেই আমার মনে হয়।’

পুরো সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের বোলাররা। জয়ের বড় কৃতিত্বটা তাই বোলারদের দিলেন শান্ত, ‘আমরা কন্ডিশনটা বুঝতে পেরেছি। সব বোলার নিজেদের কাজ ভালোভাবেই করে গেছে। আমরা ভালো লাইনে দীর্ঘ সময় ধরে বোলিং করেছি। বোলাররা ধৈর্যের সুফলটা পেয়েছে। এজন্যই জয়টা এসেছে।’

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর