Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিবন্ধন পেল মান্নার নাগরিক ঐক্য, প্রতীক কেটলি

স্পেশাল করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৩

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য। নির্বাচন কমিশনে ৪৭তম দল হিসেবে তারা নিবন্ধিত হয়েছে। নাগরিক ঐক্য দলীয় প্রতীক পেয়েছে কেটলি।

সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর বিধান অনুযায়ী, ‘নাগরিক ঐক্য’কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। তাদের নিবন্ধন নম্বর-৫২।

আরও পড়ুন- ট্রাক প্রতীকে নিবন্ধন পেল নুরের গণঅধিকার পরিষদ

২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্য গঠন করেন মাহমুদুর রহমান মান্না। দলটি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে দুই দফায় আবেদন করলেও কমিশন নিবন্ধন দেয়নি। শেষ পর্যন্ত দল গঠনের এক যুগ পর নির্বাচন কমিশনে নিবন্ধন পেল দলটি।

নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না একসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগ ছেড়ে নাগরিক ঐক্য গড়ে তোলেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই দলটি বিএনপির সঙ্গে যুথবদ্ধ হয়ে আন্দোলনসহ রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছে।

নাগরিক ঐক্যের নিবন্ধন পাওয়ার মধ্য দিয়ে দেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪৭টিতে। এর মধ্যে সোমবার সকালেই ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদকে নিবন্ধন দেয় ইসি। এর আগে গত ২১ আগস্ট নিবন্ধন পায় আমার বাংলাদেশ তথা এবি পার্টি।

সারাবাংলা/টিআর

কেটলি প্রতীক নাগরিক ঐক্য নির্বাচন কমিশন নির্বাচন কমিশনে নিবন্ধন মাহমুদুর রহমান মান্না

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর