Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এস আলমের গাড়ি চড়ার ঘটনা অসাবধানতা ও অনিচ্ছাকৃত’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৪

ঢাকা: এস আলম কোম্পানির গাড়িতে চড়ার ঘটনাকে ‘অসাবধনতা ও অনিচ্ছাকৃত’ উল্লেখ করে দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে নিজের অ্যাপার্টমেন্টে এক জরুরি সংবাদ সম্মেলনে পুরো ঘটনা তুলে ধরে তিনি এই দুঃখপ্রকাশ করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গাড়ি সংক্রান্ত যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্তির সৃষ্টি হওয়া স্বাভাবিক। তারপরও একটি পুরাতন গাড়ি আমার ছোট ভাই নিয়ে গেছে; সে খুব আনন্দিত যে, আমি তার গাড়িতে উঠেছি। যদি জানতাম এটা একটা কোম্পানির গাড়ি, তাহলে হয়তো আমি সাবধনতা অবলম্বন করতাম। তারপরও আমার এই অসাবধানতা এবং এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘গতকাল কয়েকটি জাতীয় দৈনিকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে, আমি দীর্ঘ ১০ বছর পর আমার নিজ জেলা কক্সবাজারে অবতরণ করলে সেখানে আমার দলের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে যে গাড়ি ব্যবহার করেছি, সেটি একটি কোম্পানির, যা সংবাদ লেখা হয়েছে এস আলম কোম্পানির। আমি কোন গাড়িতে উঠেছি সেটা আমি নিজেও জানতাম না।’

‘সেদিন কক্সবাজার বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভেতরে। আমাদের নেতাকর্মীরা বলল যে, এটাতে ওঠেন। তখন ওই গাড়িতে আমি উঠেছি। আসলে গাড়িটি কার সেই মুহূর্তে আমার চিন্তা-ভাবনার মধ্যে ছিল না। আমি তখন অনেকটা আবেগ আপ্লুত ছিলাম, আমার দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছিলাম এবং মনের মধ্যে মা-বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম। তখন আমার মনের অবস্থা এমন ছিল না যে, আমি কোনো গাড়িতে, কার গাড়িতে উঠছি’- বলেন সালাহউদ্দিন।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সংবাদটি (গণমাধ্যম) প্রকাশ হওয়ার পরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম। তখন জানতে পারলাম, গাড়িটি আমার এলাকার এক ছোট ভাইয়ের। যে ওই কোম্পানির জমি-জমা দেখাশুনার কাজ করে এবং সেখান থেকে তাকে ব্যবহারের জন্য এই গাড়িটি দেওয়া হয়। সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গিয়েছিল তার গাড়িতে করেই। সেও জানতো না যে, আমি তার গাড়িতে উঠব। আমিও জানতাম না যে, আমি কার গাড়িতে উঠব। এটা জেলা বিএনপির নেতারা ঠিক করেছেন।’

এস আলমের গাড়ির এই ঘটনায় কোনো ষড়যন্ত্র দেখছেন কি না? প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টা আমি অন্যভাবে ব্যাখ্যা করতে চাই। আমাদের সবার উচিত পতিত স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন তথ্য সম্বলিত সংবাদ প্রকাশ করা। তাদের ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার বিষয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত।’

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ বিএনপি সালাহউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর