Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫, ১০ ও ২০ টাকার নোট পরিবর্তন হবে

স্পেশাল করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৪

ঢাকা: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান অর্থ উপদেষ্টা।

দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহারের আহ্বান জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে। চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে।

এছাড়া, খুব শিগরই চলতি বছরের রফতানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

সারাবাংলা/জিএস/ইআ

১০ টাকার নোট ৫ টাকার নোট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর