‘সম্পদের হিসাব না দিলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা’
২ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৪
ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে। তাদের সম্পদের হিসাব দিতে একটি সহজ ফরম তৈরি করা হয়েছে। একইসঙ্গে সম্পদের হিসাব জমা দেওয়ার সময় ও পদ্ধতি নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি বলেন, ‘সম্পদের হিসাব জমা না দিলে কি হবে সেটা আমরা অবশ্যই বলে দেবো। এর জন্য আইন রয়েছে। সেখানে দণ্ড কী হবে, কি ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পদের হিসাব জমা না দিলে খবর আছে হুঁশিয়ারি করে সচিব আরো বলেন, ‘আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে চিঠি দেওয়ার কথাও বলেন তিনি।
এর আগে, রোববার (১ সেপ্টেম্বর) সব সরকারি কর্মচারীকে সম্পদের বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়ে একটি বার্তা জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই বার্তায় স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
সারাবাংলা/জেআর/এমও