Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলায় সঞ্জয় পাল গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৪

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগের মামলায় সঞ্জয় পাল নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার (এডিসি মিডিয়া) ওবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে, সোমবার ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সঞ্জয় গাইবান্ধা শহরের সরকার পাড়ার রঞ্জিত পালের ছেলে।

প্রসঙ্গত, ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকে হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।

এছাড়া, চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

সারাবাংলা/ইউজে/ইআ

গ্রেফতার চিকিৎসকদের উপরে হামলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর