নাইজারে ভারী বর্ষণে ১৫ জনের প্রাণহানি
২ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২২
নাইজারে ভারী বৃষ্টিতে অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
গত সপ্তাহে বন্যার পানি বেড়ে নাইজারের অন্যান্য অঞ্চলের সঙ্গে রাজধানী নিয়ামির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েছে সাড়ে তিন লাখেরও বেশি মানুষ।
আঞ্চলিক গভর্নর ইসুফু মামানে সরকারি টেলিভিশনকে বলেছেন, আমরা ১৫ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছি। এছড়া, আহত এবং ব্যাপক ক্ষতি হয়েছে এমন বিষয়গুলোও নিবন্ধিত হয়েছে।
স্থানীয় টেলিভিশনে বলা হয়েছে, শুক্রবার শহরটিতে ৯০ মিনিটে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেদিন মারাদি শহরে সর্বশেষ প্রাণহানির এ ঘটনা ঘটে।
এদিকে ভারী বর্ষণের ফলে কিছু এলাকায় খাবার পানি এবং বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে বলে টেলিভিশনের খবরে বলা হয়েছে।
নাইজারে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে। এ সময়ে অব্যাহতভাবে ব্যাপক প্রাণহানি ঘটে। গত জুন মাস থেকে আফ্রিকার সাহেল অঞ্চলে মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। এ কারণে এ পর্যন্ত নাইজারে অন্তত ২১৭ জনের প্রাণহানি হয়েছে।
সারাবাংলা/ইআ