Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীর পদ্মায় নৌকা ডুবে ৪ শ্রমিক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১৬ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০২

রাজশাহীর পদ্মা নদী। ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে চারজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। তারা সবাই শহর থেকে চরে ফিরছিলেন।

রোববার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাঝারদিয়াড়ে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন— মাঝারদিয়ার গ্রামের এনামুলের ছেলে রাজু, এন্তাজুলের ছেলে সবুজ, খলিলের ছেলে মোহাম্মদ আলী ও কালামের ছেলে ফারুক।

পবার ৪ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির বলেন, ১৬ জন শ্রমিক দিনের কোনো একটা সময়ে পদ্মার চরে কাজে গিয়েছিলেন। কাজ শেষে একটি ডিঙ্গি নৌকায় বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে উঠে জীবন বাঁচান। বাকি চার শ্রমিক পদ্মায় ডুবে নিখোঁজ রয়েছেন।

হুমায়ুন কবির আরও বলেন, সঙ্গে থাকা অন্য শ্রমিকরা অনেক চেষ্টা করেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি। পরে বিষয়টি রাজশাহী সদর ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিদের উদ্ধার কাজ করার কথা রয়েছে।

রাতে রাজশাহী ফায়ার সার্ভিস জানিয়েছে, রাতে কাজ করার বাস্তব পরিস্থিতি না থাকায় তারা সকালে নৌকাডুবির এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে পারে।

পবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, নৌকাডুবির ঘটনা ঘটেছে। তিনজন অথবা চারজন নিখোঁজ রয়েছেন। তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি রাজশাহী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা উদ্ধার অভিযানে যাবে।

সারাবাংলা/টিআর

টপ নিউজ নৌকাডুবি রাজশাহী শ্রমিক নিখোঁজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর