Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কার না করে নির্বাচন দিলে অর্থবহ হবে না: জামায়াতের আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৭ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩২

রোববার কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে অংশ নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির শফিকুর রহমান। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: সংস্কার না করে নির্বাচন দিলে সেটা অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান।

তিনি বলেন, অতীত সরকারের সব জঞ্জাল পরিষ্কারের পাশাপাশি একটি সুন্দর সভ্য দেশ গড়তে এবং অর্থবহ গণতান্ত্রিক পদ্ধতি চালু করতে যতটুকু সময় লাগবে, অন্তবর্তী সরকারকে ততটুকু সময়ই দেওয়া হবে।

রোববার (১ সেপ্টেম্বর) কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুমারখালী উপজেলায় আলাউদ্দিন নগর শিক্ষা পার্ক মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান সভা শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে যশোর-কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য ও পরিচালক মোবারক হোসাইনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের নেতারা উপস্থিত ছিলেন।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ১৪টি পরিবারের মধ্যে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন কেন্দ্রীয় আমির শফিকুর রহমান।

সারাবাংলা/টিআর

কুষ্টিয়া জামায়াতে ইসলামী জামায়াতের আমির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর