বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী আশিকের মৃত্যু
১ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৯ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫৮
কুড়িগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থী আশিকুর রহমান আশিক (২৪) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান তিনি। আশিকের ছোট ভাই আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম চাঁদ মিয়া, মায়ের নাম আকলিমা বেগম। কৃষক বাবার বড় ছেলে মাতৃহারা আশিক উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সাত মাস আগে তিনি বিয়েও করেন।
এর আগে, গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থী-জনতার সংঘর্ষে মাথায় ঢিল লেগে আহত হন আশিক। তখন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গত ১৮ আগস্ট ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এর আগে কুড়িগ্রামের তিন জন নিহত হয়েছেন। তারা সবাই ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তাদের লাশ কুড়িগ্রামে নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে এসে দাফন করা হয়।
সারাবাংলা/পিটিএম