Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্টে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৩

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর থেকে লাফিয়ে লাফিয়ে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগের পর আগস্ট মাসে ২২২ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২০ টাকা ধরে) ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা।

রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী আগস্টে প্রবাসী আয় এসেছে ২২২ কোটি ১৩ লাখ ডলার। গত বছর অর্থাৎ ২০২৩ সালের আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৬০ কোটি ডলার। ফলে গত বছবের আগস্টের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৬২ কোটি ডলার বা প্রায় ৩৯ শতাংশ। এছাড়া আগস্টে প্রবাসী আয় জুলাইয়ের তুলনায় ৩০ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলার বেশি এসেছে। গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার।

জানা গেছে, আগস্টে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮১ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার।

অন্যদিকে, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের রেমিট্যান্স এসেছে দুই হাজার ৩৯১ কোটি বা ২৩.৯১ বিলিয়ন ডলার। এর আগে ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ডলার, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা ২ হাজার ১০৩ কোটি ডলার, ২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

আগস্ট রেমিট্যান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর