সব সরকারি কর্মচারীকে সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ
১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৩
ঢাকা: দেশের সরকারি সব কর্মচারীকে সম্পদের বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছে সরকার।
রোববার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।
কোন প্রক্রিয়ায় সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দিতে হবে বা কত দিনের মধ্যে জমা দিতে হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। মন্ত্রণালয় সূত্র বলছে, সংশ্লিষ্টদের সঙ্গে সভা করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিধি অনুযায়ী, সরকারি কর্মচারীদের চাকরিতে প্রবেশের সময় স্থাবর ও অস্থাবরসহ সব ধরনের সম্পদের বিবরণী দাখিল করতে হয়। পাঁচ বছর পর পর সেই সম্পদের বিবরণী দাখিলের নিয়ম থাকলেও বাস্তবে এর প্রয়োগ নেই। সরকারের পক্ষ থেকে একাধিকবার এই বিবরণী দাখিলের উদ্যোগ নেওয়া হলেও সেটি সফল হয়নি।
এদিকে সরকারি কর্মচারীদের প্রতি বছরই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আয়কর বিবরণী জমা দিতে হয়, যেখানে সম্পদের বিবরণও থাকে। ফলে পাঁচ বছর পরপর সম্পদের বিবরণীর বিকল্প হিসেবে আয়কর বিবরণীর অনুলিপি দাখিল নিয়েও আলোচনা ওঠে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
সারাবাংলা/টিআর