Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা চালু

স্টাফ করেসপন্টেন্ড
১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৩

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনী ও বিজিবির নিরাপত্তায় জরুরি চিকিৎসা সেবা চালু করেছেন চিকিৎসকরা। রোগীদের জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। পাশাপাশি জরুরি বিভাগের মেডিকেল অফিসারের রুমে চিকিৎসক অবস্থান করছেন।

রোববার (১ সেপ্টেম্বর) পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে গিয়ে এই দৃশ্য দেখা যায়। পাশাপাশি ইমারজেন্সি অস্ত্রোপচার কক্ষে জরুরি বিভাগের সব কয়টি বিভাগের চিকিৎসকরা চিকিৎসার দেওয়ার জন্য অবস্থান নিয়েছেন।

বিজ্ঞাপন

এরমধ্যেই রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হয়েছে।

চিকিৎসক আব্দুল আহাদ বলেন, ‘আমরা বলেছিলাম যখনই আমাদের নিরাপত্তা দেবে তখনই চিকিৎসায় ফিরে যাবো। আমাদের নিরাপত্তা দিয়েছে বিধায় কাজে ফিরেছি। হাসপাতালে বর্তমানে ইনডোর ও জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আউটডোর বন্ধ থাকবে।’

এর আগে রোববার বিকাল ৪টার দিকে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। দীর্ঘ আড়াই ঘণ্টা চিকিৎসকদের সাথে মিটিং করেন। পরে আহত চিকিৎসকদের দেখতে যান।

স্বাস্থ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ সময় চিকিৎসকদের সাথে কথা বললাম, আহত চিকিৎসকদের দেখে আসলাম। খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। চিকিৎসকদের যে দাবি সেটা যৌক্তিক। আমরা অবশ্যই আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিইউবিটির ভিসির কাছে জানতে চওয়া হবে এখানে হামলায় কারা ছিলো। স্বাস্থ্য পুলিশ নিয়োগ করতে সময় লাগবে। জরুরি সেবা চলবে।’

আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, ‘যেসব হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা হবে শুধুমাত্র সেসব হাসপাতালে জরুরি সেবা চালু থাকবে। কোন ধরনের আউটডোর ও রুটিন সেবা চালু থাকবে না। ২৪ ঘণ্টার মধ্যে দোষিদের গ্রেফতার করতে হবে।’

বিজ্ঞাপন

এছাড়া সাত দিনের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ ও স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন করার দাবিও তুলেছেন চিকিৎসকরা।

সারাবাংলা/এসএসআর/এমও

জরুরি চিকিৎসা সেবা টপ নিউজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর