Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে পেট্রোল পাম্পগুলোতে নতুন মূল্য তদারকিতে শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৮

যশোর: আজ রোববার (১ সেপ্টেম্বর) থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর শুরু হয়েছে। যশোরে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ও তেলের সঠিক পরিমাপ নির্ণয়ে ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্পগুলো পরিদর্শন ও মূল্য তদারকিতে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে যশোর শহর ও শহরতলীর পেট্রোল পাম্পগুলোতে এ নতুন দাম ও পরিমাপ তদারকি কার্যক্রম শুরু করে শিক্ষার্থীরা। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণে ও শিক্ষার্থীদের তদারকি কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন যানবাহন চালকরা। অপরদিকে সামান্য লোকসান হলেও জনগণের মাঝে স্বস্তি ফেরাতে সরকারের এমন উদ্যাগেকে সাধুবাদ জানিয়েছেন পাম্প মালিকেরা।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীরা রোববার সকাল থেকে যশোর শহরের গাড়িখানা রোডের তোফাজ্জল ফিলিং স্টেশন, মনিহার মোড়ের যান্ত্রিক ফিলিং স্টেশন, মনিরউদ্দিন ফিলিং স্টেশন, চাচড়াঁ চেকপোস্ট মোড়ের আইয়ুব ফিলিং স্টেশন, আকিজ ফিলিং স্টেশনসহ শহর ও শহরতীলর প্রায় ৮ থেকে ১০টি পেট্রোল পাম্প পরিদর্শন করে। পাম্পগুলোতে নতুন দাম কার্যকর কিনা তা দেখভাল করে ছাত্র সমাজ।

গাড়িখানা রোডে তোফাজ্জল ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালক বলেন, ‘জ্বালানি তেলের নতুন দামে আমরা সন্তুষ্ট। জ্বালানি তেলের দাম কমায় জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে জনগণের মধ্যে স্বস্তি ফেরাতে এমন কার্যক্রম যেন অব্যাহত থাকে।’

মনিহার যান্ত্রিক ফিলিং স্টেশনে জোবায়ের আহমেদ নামে আরেক মোটরসাইকেল চালক বলেন, ‘আমার প্রতিদিন এক থেকে দেড় লিটার তেল লাগে। বর্তমান সরকার পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমিয়েছে। এতে করে আমাদের মতো বাইকারদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। আমাদের দাবি থাকবে পর্যায়ক্রমে সব ধরণের জ্বালানি তেলের দাম যেন ভোক্তাদের সাধ্যের মধ্যে নিয়ে আসা হয়।’

বিজ্ঞাপন

সিরাজ শেখ নামে এক ট্রাকচালক বলেন, ‘ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা কমেছে। দাম আরও কমে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের খরচ এবং ভাড়াও কমে আসবে। সরকারের নিকট দাবি থাকবে ডিজেলের মূল্য আরও কমিয়ে আনার।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম নেতৃত্বদানকারী যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জেসিনা মূর্শীদ প্রাপ্তি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টার ঘোষণার পর গত রাত ১২টার পর থেকে পেট্রোল, অকটেন ও ডিজেলের নতুন দাম কার্যকর শুরু হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা রোববার সকালে যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে অবগত করে পেট্রোল পাম্পগুলো মনিটরিংয়ে বেরিয়েছি। আমরা পর্যায়ক্রমে যশোর শহর ও শহরতলীর সবকয়টি পেট্রোল পাম্পে যাচ্ছি সেখানে নতুন দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে কিনা সেটি তদারকি করছি একইসাথে পাম্পগুলোতে তেল সঠিক পরিমাপে বিক্রি করা হচ্ছে কিনা সেটিও আমরা নির্ণয় করছি।’

তিনি বলেন, ‘যেসব পাম্পগুলোতে আমরা অসংগতি পাব সেই পাম্পগুলোর তালিকা করে আমরা জেলা ভোক্তা অধিদফতর কর্মকর্তার নিকট হস্তান্তর করব। তিনি পরবর্তী ব্যবস্থা নিবেন।’

পেট্রোল পাম্প তদারকির সময়ে আরও উপস্থিত ছিলেন যশোর ক্যান্টনমেন্ট কলেজে শিক্ষার্থী রাকিব এইচ সজীব, মিউনিসিপ্যাল কলেজের শিক্ষার্থী সাহেদ খান, বাদশাহ ফয়সাল ইন্সটিটিউটের শিক্ষার্থী সামির হোসেন, যশোর সরকারি পলিটেকনিকের শিক্ষার্থী আবির হাসান, যশোর সরকারি সিটি কলেজের শিক্ষার্থী শাওন ইসলাম, সরকারি মহিলা কলেজ রীতি ইয়াসমিনসহ আরও অনেকে।

সারাবাংলা/এমও

তদারকি পেট্রোল পাম্প বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর