Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা আলাল-খোকনসহ ৮৫ জনকে মামলা থেকে খালাস

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৩

ঢাকা: পুলিশের কর্তব্যকাজে কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকনসহ ৮৫ জনকে খালাস দিয়েছেন আদালত।

রোববার (১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীব, রফিকুল ইসলাম মজনু ও ইসহাক সরকার।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, ‘২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা ঘোষণা হয়।’

ওই রায়ের প্রতিবাদ করে বিএনপির সিনিয়র নেতারা বিভিন্ন রকম উসকানিমূলক বক্তব্য দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি পল্টন মডেল থানাধীন হোটেল ভিক্টরির সামনে ভিআইপি রোডে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এ সময় আসামিরা পুলিশের কাজে বাধা ও ইট পাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় পল্টন থানার এক উপপরিদর্শক (এসআই) বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীবসহ ৭০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

এরপর তদন্ত শেষে পল্টন থানার এসআই আরশাদ হোসেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীবসহ ৮৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

২০২২ সালের ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এর পর মামলার বিচার চলাকালে ৩৩ জনের মধ্যে সাত জন সাক্ষ্য দেন। এরপর আজ আদালত রায়ে ৮৫ জনকে খালাস দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আলাল খালাস খোকন টপ নিউজ বিএনপি নেতা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর