Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুদ্রঝড়ের দিনে


৫ জুন ২০১৮ ১০:০২

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

জ্যৈষ্ঠের শেষ ১০ দিনেও কালবৈশাখীর বিরাম নেই। সেই শুক্রবার থেকে শুরু হয়েছে, গতকাল রাতেও হাঁকডাক দিয়ে গেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আজও দুই বেলা ঝড় আসবে।

গতকাল ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছিল ২৪ মিলিমিটার। আজকেও এর ধারে কাছেই বৃষ্টি হতে পারে। বজ্র মেঘের সারি আবার এসেছে আমাদের ভূখণ্ডের উপর। বলা হচ্ছে, একটা ঝড় দুপুরের আগেই আসবে, আরেকটা আসবে দুপুরের পরে।

ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ যাই হোক না কেন, বজ্রপাত হবে অনেক। তাই ঝড়ের আভাস পেলেই দ্রুত কনক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। উঁচু কোনো খুঁটি যেমন বিদ্যুতের খুঁটি থেকে দূরে সরে যেতে হবে। সঙ্গে ইলেকট্রনিক্স ডিভাইস যেমন মোবাইল থাকলে তা বন্ধ রাখতে হবে। গাড়িতে থাকলে গাড়ির কোনো ধাতব অংশ স্পর্শ করা যাবে না।

একান্ত যদি খোলা জায়গায় থাকতে হয় তবে আঙ্গুলের উপর ভর দিয়ে মাটিতে নিচু হয়ে বসে থাকতে হবে।

ঝড়ের দিনে স্পঞ্জ টাইপ স্যান্ডেল পরা ভালো। কাদামাটিতে মাখামাখি হলে পা ধুয়ে ফেলা সহজ হবে। আর কোনোক্রমে যদি বজ্রপাতের কবলে পরে যান তবে জীবন রক্ষা পাবে।

এমন ঝড় বাদলার দিনে ভোগান্তি হবে তা তো আর বলার অপেক্ষা রাখে না। এ সবের মধ্যেও দিনটি যেন নিরাপদে কাটে, এই প্রত্যাশা।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর