বন্যাদুর্গত এলাকায় ৩ মাস বিশেষ ওএমএস দেবে সরকার
১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৯ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৭
ঢাকা: বন্যাদুর্গত এলাকায় বিশেষ ওএমএস সেবা দেবে সরকার। খাদ্য সচিব ইসমাইল হোসেন জানিয়েছেন, বন্যায় দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৪ জেলার ক্ষতিগ্রস্ত মানুষকে সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহ করা হবে। এ লক্ষ্যে দুর্গত এলাকার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে খাদ্য মন্ত্রণালয়ের স্পেশাল ওএমএস কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের এসব তথ্য দেন।
খাদ্য সচিব বলেন, ‘এ পরিকল্পনায় বন্যাকবলিত এলাকাগুলোর ২৩০টি কেন্দ্রে স্পেশাল ওএমএস দেওয়া হবে। প্রতিকেন্দ্রে ১ টন চাল ও ১ মেট্রিক টন আটা হিসেবে প্রতিদিন ২৩০ টন চাল ও ২৩০ টন আটা বিক্রি করা হবে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাসে এ কার্যক্রমে সর্বমোট ১৪ হাজার ৪৯০ মেট্রিক টন চাল ও ১৪ হাজার ৪৯০ মেট্রিক টন আটা বিক্রি করা হবে।’
তিনি আরো জানান, প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং প্যাকটে আটা (২ কেজির প্রতি প্যাকেট) ৫৫ টাকা দরে বিক্রি করা হবে। বন্যাদুর্গত এলাকায় যে কেউ এ সেবা নিতে পারবেন। এই ৩ মাসে চাল বাবদ ৪১ কোটি ১২ লাখ টাকা ও আটা বাবদ ৪৯ কোটি ৫৫ লাখ টাকা মোট ৯০ কোটি ৬৮ লাখ ১৮হাজার ৬৮২ টাকা খাদ্য ভর্তুকি দেওয়া হবে।
সচিব আরো জানান, বর্তমানে সারাদেশের সব সিটি করপোরেশন, শ্রমঘন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী এই চার জেলাসহ সারাদেশের সব জেলা সদর ও পৌরসভায় ওএমএস খাতে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। সারাদেশে সর্বমোট ৯১২টি কেন্দ্রে দৈনিক মোট ৯১০ মে.টন চাল ও ১২৬০.৫০ টন আটা ওএমএস কার্যক্রমে বিক্রি চলমান আছে। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১১৮টি দোকান, ৭০টি ট্রাক এবং ইনোভেশনের আওতায় ৩টি কেন্দ্রসহ মোট ১৯১টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম চলছে।
উল্লেখ্য, এবারের বন্যা দেশের ১১ জেলার ৬ লাখ ৯৬ হাজার ৯৯৫ টি পরিবার এখনো পানিবন্দি রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৪ লাখ ৫৭ হাজার ৭০২ জন। মারা গেছেন ৫৯ জন।
সারাবাংলা/জেআর/এমও