Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার চেকের মাধ্যমে সর্বোচ্চ ৫ লাখ টাকা তোলা যাবে

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪৯ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪০

ঢাকা: এবার চেকের মাধ্যমে সর্বোচ্চ নগদ পাঁচ লাখ টাকা তোলা যাবে। নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দি‌য়েছে বাংলাদেশ ব্যাংক। আসছে সপ্তাহ থে‌কে এক‌টি অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শ‌নিবার (৩১ আগস্ট) রা‌তে বাংলাদেশ ব্যাংক থে‌কে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক পাঁচ লাখের বে‌শি নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ টাকা আরেক হিসা‌বে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, এ জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত কর‌তে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

এর আগে, গত সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ চার লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে নগদ উত্তোলনের সুযোগে আরও এক লাখ টাকা বাড়িয়ে নতুন সীমা ঠিক করে দিল আর্থিক খাতের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থাটি।

গত ১৭ আগস্ট অ্যাকাউন্ট থেকে উত্তোলনের সীমা তিন লাখ টাকা বেঁধে দেওয়া হয়েছিল। তারও আগে ১০ আগস্ট বলা হয়, অ্যাকাউন্ট থেকে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তার আগে, ৮ আগস্ট এক লাখ টাকার বে‌শি নগদ উত্তোলন কর‌তে পা‌রে‌নি গ্রাহক।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/ইআ

টপ নিউজ টাকা উত্তোলন বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর