Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ছুরিকাঘাতে মৎসজীবী লীগ সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৭

নরসিংদী: নরসিংদীতে লিজন মোল্লা (৩০) নামের আওয়ামী মৎস্যজীবী লীগের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তদের।

শনিবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে নরসিংদী পৌর শহরের বাসাইল শাহি ঈদগাহ মাঠে এই হত্যার ঘটনা ঘটে।

জানা যায়, নিহত লিজন মোল্লা বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং জেলা মৎসজীবী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, বাসাইল এলাকাস্থ ট্রমা সেন্টারে কাজ শেষে বাসায় ফেরার উদ্দেশে বের হন লিজন মোল্লা। এ সময় ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে তাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় লিজনকে। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।

সারাবাংলা/ইআ

ছুরিকাঘাতে নিহত টপ নিউজ নরসিংদী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর