Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, শিশুসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫০ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৭

নরসিংদী: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো চারজন।

শনিবার (৩১ আগস্ট) রাতে মহাসড়কের সদর উপজেলার দগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত-নিহত সকলেই নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা। তারা সকলেই ঢাকার মিরপুর বোনের বাড়ি থেকে বেড়িয়ে নিজ বাড়িতে ফিরছিলেন।

নিহতের স্বজনরা জানান, সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমরান আহমেদ স্বপরিবারে স্ত্রী তানজিনার মিরপুরস্থ বোনের বাড়িতে বেড়াতে যায়। বেড়ানো শেষে নরসিংদীর বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কামরুন্নাহার (৩৫), তানজিনা (২৪), সাবিহা (১৪) এবং সাজিদ (১২) নিহত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় অন্যান্য আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নরসিংদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেছি। হাসপাতাল এবং পুলিশ প্রশাসন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ নরসিংদী নিহত ৪ মাইক্রোবাস-কাভার্ডভ্যানের সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর