চট্টগ্রামে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত
স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৭
১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের পাক্কা রাস্তা মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাউসার আলম (৪৪) ও তার মেয়ে তাসনীম (৫)। নিহত কাউসার উপজেলার উত্তর সলিমপুর গ্রামের বাসিন্দা।
বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক দীপক কুমার শীল সারাবাংলাকে জানান, কাউসার তার মেয়েকে নিয়ে মোটরসাইকেল করে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছিলেন। পাকা রাস্তার মাথা এলাকায় আসলে তাদেরকে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই কাউসারের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় তাসনীমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
সারাবাংলা/আইসি/ইআ