Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভায়াদোলিদকে সাত গোলের লজ্জায় ডোবাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৪ ২৩:৩৩ | আপডেট: ৩১ আগস্ট ২০২৪ ২৩:৩৬

লা লিগায় এবার মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে আছেন তারা। প্রথম তিন ম্যাচে জিতে লিগের শীর্ষেই ছিল বার্সেলোনা। চতুর্থ ম্যাচে দেখা গেল ভয়ংকর বার্সাকে। ঘরের মাঠে রাফিনহার দুর্দান্ত এক হ্যাটট্রিকে ভায়াদোলিদকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে কাতালানরা।

ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত বার্সেলোনা। রবার্ট লেভানডস্কির শট পোস্টে লেগে ফিরে আসলে লিড পাওয়া হয়নি তাদের। ২০ মিনিটের মাথায় অবশেষে ভাঙে ডেডলক। কুবারসির পাসে ম্যাচে নিজের প্রথম গোল করেন রাফিনহা। বার্সার গোলবন্যার সেই শুরু।

বিজ্ঞাপন

২৪ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল আসে লেভানডস্কির পা থেকে। লামিন ইয়ামালের বাড়ানো বলে টানা চার ম্যাচেই গোলের দেখা পেলেন তিনি। হাফ টাইমের ঠিক আগে বার্সাকে ৩-০ গোলে এগিয়ে দেন কুন্দে। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা।

হাফ টাইমের পর গোলের সংখ্যা আরও বাড়িয়েছে বার্সা। ৬৪ মিনিটে লেভানডস্কির পাসে দ্বিতীয় গোল পান রাফিনহা। ৭২ মিনিটে ইয়ামালের অ্যাসিস্টে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনহা।

৮২ মিনিটে তোরেসের পাসে গোল পান নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ড্যানি অলমো। ৮৫ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন লেভানডস্কি।

শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল তারা।

সারাবাংলা/এফএম

টপ নিউজ বার্সেলোনা লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর