Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে সাবেক এমপি-মেয়রের বিচারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৪ ১৫:৩৫

নরসিংদী: নরসিংদীর পলাশের সাবেক এমপি, সাবেক মেয়র ও কাউন্সিলরের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগের শাসনামলে পলাশের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান দিলিপ, তার ভাই সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন ও ঘোড়াশাল পৌর সভার সাবেক মেয়র আল-মুজাহিদ তুষার কাউন্সিলরদের সহযোগিতায় এলাকার ছিন্নমূল মানুষদের বরাদদ্ধকৃত সরকারি জমি জোর পূর্বক দখল করে নিয়ে নেয়।

এতে করে গড়পাড়া গ্রামের শতাধিক গরিব অসহায় মানুষ গৃহহীন হয়ে পড়ে। তাদের ভয়ে এলাকার কেও প্রতিবাদ করার সাহস পায়নি। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জমি ফিরিয়ে দেওয়াসহ তাদের বিচারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

এসময় বক্তব্য দেন গড়পাড়া গ্রামের আজিজুল ইসলাম, সমাজসেবক দিলারা বেগম, আব্দুল সাত্তার, অহিলউদ্দিন, সাহেরা খাতুন। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত শতাধিক গ্রামবাসী অংশ নেন।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ নরসিংদী মানববন্ধন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর