পর্তুগালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৪ ১১:৫৯
৩১ আগস্ট ২০২৪ ১১:৫৯
পর্তুগালে ফায়ার সার্ভিসের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির বাজাও দ্বীপে আগুন নেভানোর কাজ শেষে ফেরার পথে হেলিকপ্টারটি উত্তরাঞ্চলে ডুরো নদীতে বিধ্বস্ত হয়।
জাতীয় নৌ কর্তৃপক্ষের কমান্ডার রুই সিলভা লাম্পেরিয়া সাংবাদ মাধ্যমকে বলেছেন, পাইলট বেঁচে গেছেন। দুই ভাগ হয়ে যাওয়া হেলিকপ্টারের ভেতর থেকে দুইজন এবং এর লেজের কাছ থেকে আরো দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, নিখোঁজ আরেক যাত্রী উদ্ধারের কাজ চলছে।
পর্তুগালের নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের বয়স ২৯ থেকে ৪৫ বছর। তারা সবাই জাতীয় জেন্ডারমেরির ইমার্জেন্সি প্রোটেকশন অ্যান্ড রেসকিউ ইউনিটের (ইউইপিএস) সদস্য
এদিকে দুর্ঘটনার কারণে শনিবার (৩১ আগস্ট) দেশটিতে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
সারাবাংলা/ইআ