Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘের অধীনে গুমের তদন্ত করুন—অন্তর্বর্তীকালীন সরকারকে ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৪ ২১:০৬

ঢাকা: জাতিসংঘের অধীনে গুমের ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে নয়াপল্টনে আয়োজিত এক সংহতি সভায় তিনি এ দাবি জানান। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠন।

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘকাল রাজনীতিতে আছি, অ্যারেস্ট হওয়া জানতাম, হত্যা করা জানতাম কিন্তু গুম করে দেওয়া, এটা আমাদের জানা ছিল না। এই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে। আজকে অত্যন্ত ভালো কথা যে,অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস গুমবিরোধী জাতিসংঘের যে সনদ আছে, তাতে সই করেছেন। আমরা জানতাম আগের সরকার এটাতে সই করে নাই।’

তিনি বলেন, ‘আজকে আরও ভালো লাগছে যে, এই প্রথম বাংলাদেশে জাতিসংঘ থেকে একটি দল এসেছে, এটা প্রাথমিক দল ফ্যাক্টস এ্যান্ড ফান্ডিং টিম। কিন্তু এদের যে টার্মস অব রেফারেন্স গত দুই মাসে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটা তারা তদন্ত করবে। আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে, আপনারা জাতিসংঘের যে মানবাধিকার কমিশন আছে তাদের সাথে কথা বলেন। গত ১৫ বছরে যতগুলো মানবতাবিরোধী অপরাধ হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে প্রত্যেকটির তদন্তের ব্যবস্থা করুন। এটা আপনারা (অন্তর্বর্তীকালীন সরকার) বললে জাতিসংঘ অবশ্যই করবে।’

ফখরুল বলেন, ‘এটা আমরা অত্যন্ত জোরের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত যে অত্যাচার-নিপীড়ন-হত্যাকাণ্ড, গুম হয়েছে প্র্রত্যেকটির তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তার ব্যবস্থা সরকারকে নিতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই, একটা কমিশন গঠন করেছেন। এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু একই সঙ্গে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে যে, আপনারা প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন।’

‘কারণ আমরা জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে, ছেলে-মেয়েদের মানুষ করছে, স্কুল-কলেজে পড়াচ্ছে, এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো। গণতন্ত্র এসেছে, আমরা গণতন্ত্র উপভোগ করব কিন্ত এই গুম হওয়া পরিবারের বাচ্চাগুলোর যে লস হয়েছে, পিতাকে হারিয়েছে তা কোনদিন ফেরত পাবে না, যে তার স্বামীকে হারিয়েছে সে তা ফেরত পাবে না। তাই এই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করা’— বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘গুম হওয়া পরিবারের সদস্যরা দীর্ঘ দিন ধরে তাদের কষ্টের কথা বলছে। আজকে তাদের সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। যারা গুম ঘটনার জন্য দায়ী আমরা তাদের কমবেশি চিনি। যারা দায়িত্বে ছিলেন, র‌্যাবের দায়িত্বে ছিলেন, পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে ছিলেন তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব কষ্ট পাই যখন দেখি রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ওই সমস্ত ভয়ংকর ব্যক্তি যারা হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে তাদের একজনকেও গ্রেফতার করা সম্ভব হয়নি। আমরা আশা করি, খুব অল্প সময়ের মধ্যে তাদের গ্রেফতার দেখতে পারবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দেখতে পারব। সত্যিকার অর্থে বাংলাদেশ যেন একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারে, তার জন্য আমরা কাজ করতে সক্ষম হব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর