প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
৩০ আগস্ট ২০২৪ ২০:১২ | আপডেট: ৩০ আগস্ট ২০২৪ ২০:১৬
নরসিংদী: নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে ভবনে থাকা প্লাস্টিকের তৈরি বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক (ডিআইপি) ফ্যাকুরিতে এই আগুন লাগে।
খবর পেয়ে নরসিংদী, পলাশ, মাধবদী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুর বারি জানান, বিকেল ৪টার দিকে প্রাণের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পাকের একটি দুই তলা ভবনের প্লাস্টিকের তৈরি মালামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিযন্ত্রণের চেষ্টা চালায়।
পরে আগুনের মাত্রা বাড়তে থাকায় নরসিংদী ও মাধবদীথেকে আরও পাঁচটি ইউনিট যোগ দিয়ে দীর্ঘ তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে এই আগুনের ঘটনা তা এখনও জানা যায়নি।
সারাবাংলা/এনইউ