Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটাধিকার ফিরিয়ে দিন—অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে দুদু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৪ ১৬:১৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২৪ ১৯:০৯

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির ভাইসচেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মেহনতি মানুষের, সাধারণ জনগণের, রিকশা চালকের ভোটের অধিকার ফিরিয়ে দিন। তারা যেন ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।

দীর্ঘ দিনের রাজনৈতিক মিত্র জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘অনেকেই অনেক কথা বলে। কিছু লোক আছে আমাদের সঙ্গে থাকলে উনিশটা সিট পায়, আর আওয়ামী লীগের সঙ্গে গেলে তিনটা সিট পায়। তারা তো ভোটকে ভয় পাবেই।’

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা ও সাজা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এ অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, ‘জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান গণতন্ত্রের প্রতীক। বিএনপি গণতন্ত্রের প্রতীক। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, আওয়ামী লীগ ফ্যাসিবাদের প্রতীক। এই ভিন্নতা যে বুঝতে পারবে না, সে বাংলাদেশের রাজনীতিতে কী হচ্ছে না হচ্ছে তা বুঝতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে এ সরকার। আমরা এ সরকারকে অভিনন্দন জানিয়েছি। কিন্তু খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও বিরোধীদলের ৬০ লাখ নেতা-কর্মীর নামে ২৫ লাখ মামলা রয়েছে। এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে। অনেকেই জেলে আছে, যাবজ্জীবন কারাদণ্ড ও ফাঁসির আসামি হয়ে জেলে আছে। তারা এখনো মুক্তি পায়নি। এদের মুক্তি যতক্ষণ না হবে, মামলা যতক্ষণ না প্রত্যাহার হবে, ততক্ষণ ধরে নিতে পারি এই সরকার বড় দাগের কোনো কাজ সম্পন্ন করতে পারেনি।’

বিজ্ঞাপন

দুদু বলেন, ‘এই সরকার আমাদের সরকার, গণতন্ত্র সরকার, ছাত্রজনতা সরকার। এই সরকার থাকা অবস্থায় যদি গণতন্ত্রকামী মানুষ কষ্টে থাকে, নির্যাতনে থাকে, তাহলে ভালো সংবাদ বয়ে আনবে না। কারণ, এই সরকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সবার মানসিক পরিবর্তন দরকার, মানসিক পরিবর্তন করতে হবে। এতদিন শেখ হাসিনার নির্দেশে চাকরি হারানোর ভয়ে কাজ করেছে। এখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে। এছাড়া আমরা ভালো কিছু করতে পারব বলে আমার মনে হয় না।’

দুদু বলেন, ‘এই দেশটা আমাদের। আমাদেরকেই এই দেশ রক্ষা করতে হবে। চারপাশে কিছু দুষ্কৃতিকারী চাঁদাবাজি করার চেষ্টা করছে। যারা চাঁদাবাজি করবে, যারা দুষ্কৃতিকারী তাদেরকে আইনের হাতে তুলে দেন। এই জায়গায় কোনো আপস করা যাবে না। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে যারা দুষ্কৃতিকারী তাদের কোনো ছাড় নাই।’

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, শাহ মো. নেছারুল হক প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

দুদু বিএনপি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর