বৃষ্টিতে প্রথম দিনের খেলা পরিত্যক্ত
স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২৪ ১৩:৫০ | আপডেট: ৩০ আগস্ট ২০২৪ ১৪:০৭
৩০ আগস্ট ২০২৪ ১৩:৫০ | আপডেট: ৩০ আগস্ট ২০২৪ ১৪:০৭
প্রথম টেস্টে ঐতিহাসিক এক জয় পেয়েছিল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় টেস্টে আজ মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা মাঠেই গড়াতে পারেনি, হয়নি টসও। বৃষ্টি না কমায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে প্রথম দিনের খেলা।
দ্বিতীয় দিনের শুরু থেকেই রাওয়ালপিন্ডিতে ছিল বৃষ্টি। থেমে থেমে আসা বৃষ্টিতে কয়েকবার পেছানো হয়েছে টসের সময়। আম্পায়াররা বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেছেন।
শেষ পর্যন্ত স্থানীয় সময় ১২টায় দুই আম্পায়ার প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। আগামীকাল সকালে টসের পর শুরু হবে দ্বিতীয় দিনের খেলা।
সারাবাংলা/এফএম