আবার পয়েন্ট হারাল রিয়াল
৩০ আগস্ট ২০২৪ ০৯:০৮
লা লিগার শুরুটা এবার ড্র দিয়ে করেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচে জয় পেলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তৃতীয় ম্যাচে এসে আবার পয়েন্ট হারাল। লাস পালমাসের বিপক্ষে পিছিয়ে পড়েও ভিনিসিয়াসের গোলে হার এড়িয়েছে রিয়াল। ১-১ গোলের ড্রয়ে হতাশা নিয়েই বাড়ি ফিরেছেন এমবাপেরা।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই রিয়ালকে চমকে দেয় লাস পালমাস। মাত্র ৫ মিনিটের মাথায় লিড নেয় তারা। ম্যাকব্রুনির অ্যাসিস্টে বল জালে জড়ান আলবার্তো মোলেরো। পিছিয়ে পরার পর একের পর আক্রমণে গোল শোধে মরিয়া ছিল রিয়াল। ২৫ মিনিটে ভিনিসিয়াসের শট ঠেকিয়ে দেন লাস পালমাস কিপার।
২৯ মিনিটে এমবাপের শট দারুণভাবে বাঁচিয়ে দেন কিপার। ৩৮ মিনিটে গোল পেতে পারতেন রুডিগার, তাকে শেষ পর্যন্ত হতাশ হয়ে হয়। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাস পালমাস।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে দাপট দেখিয়েছে রিয়াল। এমবাপে, ভিনিসিয়াস দুজনেই মিস করেছেন গোলের সুযোগ। অবশেষে ৬৭ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন ভিনিসিয়াস।
জয়সূচক গোলের জন্য বারবারই লাস পালমাস রক্ষণভাগে হানা দিয়েছে রিয়াল। তবে সেই গোলটা আর আসেনি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েত তালিকার ৫ নম্বরে আছে রিয়াল। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
সারাবাংলা/এফএম