Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেসিডেন্ট নির্বাচিত হলে মন্ত্রিপরিষদে রিপাবলিকান রাখবেন কমলা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২৪ ০৮:৩০ | আপডেট: ৩০ আগস্ট ২০২৪ ১৩:৪৪

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিজের মন্ত্রিপরিষদে একজন রিপাবলিকানের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এ সময় কমলা হ্যারিস তাঁর জাতিগত পরিচয় নিয়ে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের তোলা প্রশ্ন নাকচ করে দেন।

কমলা হ্যারিস ও তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার সিএনএনে সম্প্রচার শুরু হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করার পর এটিই কোনো সংবাদমাধ্যমকে দেওয়া তাদের প্রথম সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে কমলা হ্যারিস অভিবাসন নীতি নিয়ে তার অবস্থান পরিবর্তনের ব্যাখ্যাও দিয়েছেন। তিনি জানান, তার মূল্যবোধে কোনো পরিবর্তন আসেনি। কিন্তু যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনকালে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল।

২২ আগস্ট আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেন কমলা। আর ৫ নভেম্বর নির্বাচনের মধ্য দিয়ে হবে তার ভাগ্য নির্ধারণ।

সারাবাংলা/একে

কমলা হ্যারিস টপ নিউজ রিপাবলিকান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর