Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থী সাগর হত্যায় শেখ হাসিনাসহ ১০ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৪ ২০:২০

ময়মনসিংহ: ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান হোসেন সাগর নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সদরের এমপি মোহিত উর রহমান শান্তসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৬০-৭০ জনকে আসামি করে মামলা হয়েছে।

নগরীর চরপাড়া এলাকার দুলাল উদ্দিনের ছেলে শিক্ষার্থী ফাহাদ উদ্দিন রিফাত (২৪) বুধবার বিকেলে বাদী হয়ে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর টাউন হল মোড়ে যাওয়ার পথে মিন্টু কলেজ এলাকায় মিছিলে সশস্ত্র হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সংসদ সদস্য তার হাতে থাকা পিস্তল দিয়ে মিছিলে গুলি করলে রেদোয়ান হোসেন সাগর গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে সাগর মারা যান।

সারাবাংলা/একে

ময়মনসিংহ শিক্ষার্থী হত্যা শেখ হাসিনা সাগর হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর