‘আমরা আশাবাদী তারা দ্রুত নির্বাচনের দিকে যেতে পারবেন’
২৯ আগস্ট ২০২৪ ১৯:৪৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২৪ ০১:২২
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত নির্বাচনের দিকে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যাক্ত করেন।
মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন। আমরা প্রায় সোয়া এক ঘণ্টা আলোচনা করেছি। অত্যন্ত ফলোপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশাবাদী যে, এই অন্তর্বতীকালীন সরকার যার নেতৃত্বে আছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস, তাদের আন্তরিকতা, দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত দেশকে স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একইসঙ্গে তারা নির্বাচনের দিকেও যেতে পারবেন। এ সময়ের মধ্যে তারা প্রয়োজনীয় সংস্কারগুলো করবেন বলে আমরা মনে করি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে।’ নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে কি না? জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি। তারিখ নিয়ে আমরা কিছু বলব না। এটা উনারা বলবেন।’
বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
সারাবাংলা/এজেড/পিটিএম